নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত ভোট নিয়ে করা হুশিয়ার দিলেন চাকদহ বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষের।সকালেই চাকদহ ব্লকের সমস্ত দলীয় প্রার্থীদের নিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে যান।সঠিক ভাবে মনোনয়ন পত্র পেশ করার জন্য সমষ্টি উন্নয়ন আধিকারিক কে ধন্যবাদ দেন।গননা পযর্ন্ত যদিএই রকম শান্তিতে আমরা সেই আশা করবো।
পঞ্চায়েত ভোট নিয়ে কড়া হুশিয়ারি দিলেন চাকদহ বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ।

Leave a Reply