নিজস্ব সংবাদদাতা, মালদা:–তৃণমূল কংগ্রেসের নাম ঘোষণা হতেই এদিন, পঞ্চায়েত টিকিট না পেয়ে এবার মালদহে গণ ইস্তফা, তৃণমূলের মালদা সংখ্যালঘু সেলের নেতাদের। জেলা কমিটির সদস্য সহ ১৫ জন ব্লক সম্পাদক সভাপতি, অঞ্চল সভাপতি সম্পাদকের পদত্যাগ। সব মিলিয়ে ১০৭৫ জন পদাধিকারীর পদত্যাগে জেলায় চাঞ্চল্য। তাদের অভিযোগ। সংখ্যালঘু সেলের যাঁরা নেতাকর্মীরা রয়েছেন তাঁদের কাউকেই টিকিট দেওয়া হয়নি। এমনকী টিকিট বিতরণের ক্ষেত্রে অর্থের বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগেই তাঁরা পদত্যাগ করেছেন এবং রাজ্য নেতৃত্বকেও জানানো হয়েছে বলে জানান
গণ ইস্তফা দিয়েছেন মালদার সংখ্যালঘু সেলের বহু নেতৃত্ব। মালদার সংখ্যালঘু সেলের সভাপতি, নয় জন সহ সভাপতি ছাড়াও ব্লকের দায়িত্বে থাকা অর্থাৎ ব্লক সভাপতি যাঁরা রয়েছেন প্রত্যেকেই ইস্তফা দিয়েছেন।
টিকিট না পেয়ে এবার গণ ইস্তফা তৃণমূলের মালদা সংখ্যালঘু সেলের নেতাদের।

Leave a Reply