দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের বিগত বোর্ডের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজ উদ্দিন মিয়া এর তালিকায় নাম না থাকায় ক্ষোভ দেখা দিয়েছে। ওই আসনে এবার নাম রয়েছে কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল এর ছেলে রিয়াজুল মন্ডল এর। ফলে ওই একই আসনে তৃণমূলের দুজনেই নমিনেশন জমা দিলেন। জে পি ৯ আসনে মফিজ উদ্দিন মিয়া এবং রিয়াজুল মন্ডল দুজনেই এদিন বালুরঘাট মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন সেন্টারে নমিনেশন জমা দেন। দুপক্ষেই দাবি করেছে তারা তৃণমূলের ক্যান্ডিডেট।
যদিও তৃণমূলের জেলা সভাপতির পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নাম নেই ্জেলা পরিষদের বিগত বোর্ডের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজ উদ্দিন মিয়ার। দুইজনে একই আসনে নমিনেশন জমা দেওয়ায় জেলা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিগত বোর্ডের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজ উদ্দিন মিয়া জানান, তিনি তালিকার বিষয়ে জানেন না। তিনি তৃণমূলের হয়ে নমিনেশন জমা দেন বলে দাবি করেন।
পাশাপাশি, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল জানান, দলীয় প্রার্থী রিয়াজুল মন্ডল। তবে এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই। দলীয় টিকিট যে পাবে, সেই দলের প্রার্থী। নিজের ছেলের জয়ের বিষয়ে আশাবাদী তিনি।
বাইট – মফিজ উদ্দিন মিয়া, বিদায়ী পূর্ত কর্মাধ্যক্ষ।
বাইট – তোরাফ হোসেন মন্ডল, কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক।
Leave a Reply