বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- শেষ মেষ মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে দক্ষিন দিনাজপুর জেলায় বাম ঐক্যে ফাটল দেখা দিল। মনোনয়ন পর্বের প্রথম আলাপ আলোচনায় বাম শিবিরে কথা ছিল হিলি র ১৪ নম্বরে সি পি এম প্রার্থী দাঁড়াবে। আর ১৩ নম্বরে আর এস পি প্রার্থী দাড়া করাবে। কিন্তু গতকাল আশ্চর্য্য জনক ভাবে বাম নেতারা বিশেষ করে জেলা সিওই এম নেতৃত্ব দেখতে পান। আর এস পি পুর্বের সিদ্ধান্ত খেলাপ করে হিলির ১৪ ও ১৩ দুটি আসনেই প্রার্থীপদে মনোনয়ন পত্র জমা দিয়ে দিয়েছে। সেই দিকে লক্ষ রেখেই আজ সি পি এম নেতৃত্ব বাম ঐক্য থেকে সরে এসে পালটা ওই ১৩ নম্বরের আসনে নিজেদের প্রার্থী দাড় করিয়ে দেয়। আর একে ঘিরেই জেলায় এখন চর্চায় বিষয় হয়ে উঠেছে জেলায় বাম ঐক্যের ফাটল নিয়ে। যদিও জেলা সিপি এম নেতৃত্ব একে ফাটল মানতে নারাজ। তাদের দাবি পরবর্তীতে বিষয়ট বাম মিটিং এ বসে আলাপ আলোচনার মধ্যে মিটিয়ে নেওয়া হবে পুর্বের সিদ্ধান্ত অনুযায়ী। তখন দুই আসনেই নিজ নিজ দলের প্রার্থীরা তাদের মনোনয়ন উঠিয়ে নেবে বলে জেলা সি পি এম নেতা শিবতোষ চ্যাটার্জী।
যদিও জেলায় বাম ঐক্য নিয়ে আর এস পি ও সিপি এম আগ বাড়িয়ে যতই দাবি করুক না কেন। সবাই জানে তলে তলে দুই দল একে অপরকে শত্রু হিসেবেই দেখে থাকে। সেটা যেমন বামফ্রন্টের ক্ষমতার আমলেও ছিল। ক্ষমতার পালা শেষ হলেও তা যে আজ ও বজায় রয়েছে তা হিলির ভোটে প্রার্থী দেওয়া ও পালটা প্রার্থী দাড় করানোর থেকেই পরিষ্কার।
এখন দেখার মনোনয়ন পত্র তোলার সময় ঐক্য মজবুত থাকে না ফাটল থেকে যায়।
Leave a Reply