কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা একাদশী বর্মনের বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুঁটিমারী গ্রাম পঞ্চায়েতের প্রথম খণ্ড জরাবাড়ি গ্রামে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি এলাকায়। পাশাপাশি আতঙ্কিত রয়েছে পরিবারের লোকজন। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় তৃণমূল নেতা প্রিয়ঙ্কর রায় বর্মন, আনন্দ বর্মন, নুরুল হুদা সহ আরও অনেকে।
অভিযোগ,আজ ভোর ৫ টা নাগাদ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সেই সময় বেশ কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এসে ঘরের কোনায় বোমাবাজি করে। বোমার আওয়াজ পেয়ে তারপর পঞ্চায়েত সদস্যার স্বামী ঘর থেকে বের হতে না হতেই তারা সেখান থেকে পালিয়ে যায়। বোমার বিভিন্ন সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বোমা ছুঁড়ে পালিয়ে যাওয়ার সময় একটি পায়ের জুতা ছেড়ে পালিয়ে যায়।
পঞ্চায়েত সদস্যার স্বামী শরৎ চন্দ্র বর্মনের অভিযোগ,,স্থানীয় বিজেপি প্রার্থীর স্বামী কয়েকদিন আগে বলেন এলাকায় আগুন লাগিয়ে দেবো। তারপর আমার ছেলেকে হুমকি দেয়। তারপর আমার সন্দেহ ওই বিজেপি গুন্ডারা আমার বাড়িতে বোমা বাজি করে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা চাই যারা এই ধরনের ঘটনা যারা করছে তাদের যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়।
Leave a Reply