উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার একেবারেই তুঙ্গে। এক মহুতো সয়ম নষ্ট না করে প্রচারে ময়দানে প্রার্থী। প্রার্থী সমর্থনে
তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রচার করলেন তৃনমুল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিত সদস্য রা।
উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ভান্ডার গ্রাম পঞ্চায়তের ভান্ডার বাঘন হাটে সামনে পথসভা।
বিগত দিনে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য কোনো কাজ করতে পারে নি। প্রধান মন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত এলাকা সহ কালিয়াগঞ্জ ব্লকের গ্রামের মানুষ বলে যানান উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ৫ নং পঞ্চায়তে সমিতির তৃনমুল কংগ্রেসের প্রার্থী প্রবোধ দেবশর্মা।
তৃনমুল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি তৃনমুল কংগ্রেসে উন্নয়ন ও জনমুখি প্রকল নিয়ে হেন্ডবিলের মাধ্য প্রচার ও অবগত করে সাধারন মানুষ কে।
এই পথ সভায় উপস্থিতি হয়ে ছিলেন তৃনমুল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গোরাঙ্গো চৌহান, কালিয়াগঞ্জ দুই নং চক্রে সভাপতি জাহাগির কবির সহ অনান্য।
Leave a Reply