বর্ধমান ২ ব্লকের বৈকুণ্ঠপুর ১ অঞ্চলে রোড শো করলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান ২ ব্লকের বৈকুণ্ঠপুর ১ অঞ্চলে রোড শো করলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। বৈকুন্ঠপুর এক অঞ্চলে অনুষ্ঠিত হয় দেবাংশুর রোড শো । তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার উদ্দেশ্যেই এই নির্বাচনী প্রচার। রবিবার রোড শো তে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়দেব ব্যানার্জি,বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান, বৈকুন্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমান শেখ সহ পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের মনোনীত প্রার্থীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেন, ৩৪ বছর ধরে রাজ্যে চুরি করেছে সিপিআইএম এখনো তাদের চুরি করার ইচ্ছা আছে। ভোট আসলেই ইডি আর সিবিআই উদয় হয় যেমন আপনারা দেখেছেন দুর্গাপুজো আসার আগে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর মহালয়ার আগমনীর গান বাজে। সিপিআইএম আমলই প্রচুর ভুয়ো জব কার্ড ছিল সেগুলোই আমাদের সরকার বাতিল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যা উন্নয়ন করেছে সিপিআইএম এবং বিজেপি করতে পারিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *