পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্র বাহিনীর নিরাপত্তার দাবিতে ডেপুটেশন ভোট কর্মীদের।

0
210

নদীয়া – কৃষ্ণনগর, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্র বাহিনীর নিরাপত্তার দাবিতে ডেপুটেশন ভোট কর্মীদের। পঞ্চায়েত নির্বাচন নিয়ে আতঙ্ক প্রকাশ করলেন ভোট কর্মীরা। বিগত ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে যে সন্ত্রাস চলেছিল সেই নিরিখে এখনো আতঙ্কিত হয়ে রয়েছেন রাজ্যের ভোট কর্মীরা। বর্তমানে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে ভোটকেন্দ্রে কোন কেন্দ্র বাহিনী থাকবে না। কেন্দ্র বাহিনীরা মূলত এলাকায় রুট মার্চ করবেন। এবং আপৎকালীন পরিস্থিতি হলে, সেক্ষেত্রে কেন্দ্র বাহিনী মোতায়ন করা হবে। রাজ্য নির্বাচন কমিশনের এই বিজ্ঞপ্তিতে আতঙ্কের সঞ্চার হয়েছে ভোট কর্মীদের মধ্যে। তাই তারা আজ জেলাশাসকের নিকট ভোট কেন্দ্রে কেন্দ্র বাহিনী নিয়োগের দাবিতে স্মারকলিপি জমা করলেন এবং জেলাশাসক দপ্তরের সামনে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখালেন। প্রসঙ্গত বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আজ এই ডেপুটেশন জমা করলেন। এছাড়াও বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হলো ভোটকেন্দ্রে কেন্দ্র বাহিনী না থাকলে তারা কর্ম বৈকট করবেন বলে হুশিয়ারি দিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here