আর একদিন বাকি পঞ্চায়েতের ভোট প্রচারের সেই সুযোগে বিভিন্ন রাজনীতির দল নেমে পড়েছে ভোট প্রচারের পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস ও তেমনি দেখা গেল বুধবার সাঁকরাইলে

0
255

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: – বুধবার সাঁকরাইল দরগাতলা থেকে মহা মিছিল করলো তৃণমূল কংগ্রেস। দেখতে দেখতে পঞ্চায়েত নির্বাচন দোর গোড়ায় কড়া নাড়ছে। আগামী শনিবার নির্বাচন। প্রচার তাই তুঙ্গে। সাঁকরাইল দরগাতলা থেকে মহা মিছিল করল তৃণমূল কংগ্রেস । অবশেষে নির্বাচন আধিকারীক ৮২২ কোম্পানি কেন্দ্র বাহিনী পেল। ৫০% রাজ্য পুলিশ এবং ৫০% কেন্দ্র পুলিশ থাকবে প্রতিটি বুথে এমনই জানিয়েছেন মহামান্য বিচারপতি। তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী নাসিমা কাজীর নেতৃত্বে ব্যান্ড এবং ধামসা মাদল সহযোগে মিছিলে পা মেলালেন বিধায়িকা প্রিয়া পাল সহ তৃণমূলে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং একনিষ্ঠ কর্মীবৃন্দরা। মিছিল তিন কপাটির পোল স্টার স্পোটিং ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রকাশ্য নির্বাচনী জনসভা হয় । প্রধান বক্তা ছিলেন বিধায়িকা প্রিয়া পাল, হাওড়া জেলার আই এন টি টি ইউ সি সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ । সভায় প্রার্থীদের সাধারণ মানুষের কাছে পরিচয় করিয়ে দেন বিধায়িকা নিজেই। মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্পকে হাতিয়ার করে পঞ্চায়েত নির্বাচনে প্রচারে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। বিধায়িকা তার ভাষনে বললেন নবনিযুক্ত প্রার্থীদের বিপুল ভোটে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য । বৃষ্টিভেজা আবহাওয়া দলীয় কর্মীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতন। এখন দেখার আগামী ৮ই জুলাই শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ তাদের সংখ্যাগরিষ্ঠ প্রার্থীদের জিতিয়ে আবার দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েত ফিরিয়ে আনতে পারেন কিনা সে দিকে তাকিয়ে আপামর ভোটারগণ।