পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- বর্ধমান শহরের বাদশাহী রোডের একটি গৃহস্থের বাড়ি থেকে দিনের বেলায় বেশ কিছু সামগ্রী চুরি যায়। পরিবারের সদস্যরা অভিযোগ জানিয়েছিলেন বর্ধমান থানায়। বর্ধমান থানার পুলিশ তৎপরতার সঙ্গে গ্রেফতার করে এক ব্যক্তিকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু চুরি যাওয়া সামগ্রিক। তার মধ্যে রয়েছে ট্যাব, হাত ঘড়ি এবং কিছু সোনার অলংকার।গৃহস্থের বাড়ি থেকে চুড়ি যাওয়া সামগ্ৰী সহ এক যুবককে গ্ৰেফতার করে বর্ধমান থানার পুলিশ।গতকাল রাতে বর্ধমান থানার পুলিশ অভিযুক্তকে চুড়ি যাওয়া সামগ্ৰী সহ গ্ৰেফতার করে ।অভিযুক্তকে বুধবার বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ।