রাজ্যপাল প্রসঙ্গে বলেন বিজেপির কোন নেতা নেই, তাই রাজ্যপাল বিজেপির কাজ করছে : মহঃ সেলিম।

0
150

নিজস্ব সংবাদদাতা, মালদা:—-পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম সাংবাদিক সম্মেলনে বলেন দেগঙ্গায় আরো এক খুন প্রসঙ্গে বলেন পুলিশ সব খুনের পিছন সিপিএম আইএসএফকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। পরবর্তীতে হাইকোর্টে মামলাতে গালে চড় খাচ্ছে। পুলিশ। সায়নী ঘোষ প্রসঙ্গে বলেন চোরে সাক্ষী মাতাল। রাজ্যপাল প্রসঙ্গে বলেন বিজেপির কোন নেতা নেই। তাই রাজ্যপাল বিজেপির কাজ করছে।রাজভবন কখনো গণতন্ত্রের প্রহরী হয় না।