বালুরঘাট টাউন ক্লাব মাঠ থেকে লাল পতাকায় সজ্জিত সুশৃঙ্খল অধিকার যাত্রার মিছিল বালুরঘাট শহর পরিক্রমা করে শুক্রবার সকালে।

0
30

দক্ষিণ দিনাজপুর-নিজস্ব সংবাদদাতা: বালুরঘাট, ২৩ ফেব্রুয়ারি- বালুরঘাট টাউন ক্লাব মাঠ থেকে লাল পতাকায় সজ্জিত সুশৃঙ্খল অধিকার যাত্রার মিছিল বালুরঘাট শহর পরিক্রমা করে শুক্রবার সকালে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়ম মেনেই শহরের বিভিন্ন স্থানে অধিকার যাত্রায় অংশগ্রহণকারিদের ছাত্র, যুব,মহিলা, শ্রমিক, কৃষক, বারোই জুলাই কমিটি, সহ সমস্ত বামপন্থী গন সংগঠনের পক্ষ থেকে পুস্প স্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয় । মিছিলে আদিবাসীদের নৃত্য পরিবেশিত হয় শহরের বিভিন্ন স্থানে। এগারোটা নাগাদ বালুরঘাট প্রশাসনি ভবনের সামনে মিছিল পৌঁছালে হ্যান্ড মাইকে তাদের নির্দিষ্ট দাবির শ্লোগানে মুখরিত হয়।এখানে স্বল্প সময়ের সভাতে রাজ্য কো অর্ডিনেশন কমিটির রাজ্য সহ সম্পাদিকা শ্বাসতী মজুমদার বলেন নিয়োগ দুর্নীতির জন্য প্রতিবাদে আমরা তীব্র প্রতিবাদ জানাই। তিনি বলেন অবিলম্বে রাজ্যের সমস্ত দপ্তরে শুন্য পদে নিয়োগ করতে হবে এবং রাজ্যে গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার ফতেপুরে স্বাগত জানায় দক্ষিণ দিনাজপুর জেলা শাখার কো অর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক পার্থ সরকার সহ অন্যান্য নেতৃত্ব । সেখান থেকে কুশমন্ডি ও বুনিয়াদপুরে পথ সভা সহ অন্যান্য কর্মসূচি সম্পন্ন করে বালুরঘাটে পৌঁছে রাত্রি যাপন করে। শুক্রবার সকাল দশটা নাগাদ বালুরঘাট টাউনক্লাব মাঠ থেকে অধিকার যাত্রা শুরু হয়। এদিন তপন, গঙ্গারামপুর বুনিয়াদপুরে অধিকার যাত্রায় অংশগ্রহণকারিদে সম্বর্ধনা দেওয়া হয় বিভিন্ন গনসংগঠনের পক্ষ থেকে। বিকেলে দক্ষিণ দিনাজপুরের মহেন্দিপাড়াতে পৌঁছালে মালদার রাজ্য কো অর্ডিনেশন কমিটির সদস্যরা সাদরে অধিকার যাত্রাকে গ্রহণ করে।