হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের মহেন্দ্রপূর গ্রাম পঞ্চায়েতের ভোট প্রচারে নেমে ঝড় তুললেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতি মন্ত্রীর তাজমুল হোসেন।

0
158

নিজস্ব সংবাদদাতা, মালদা: —- এবার প্রার্থীদের হয়ে ভোটের প্রচারে মন্ত্রী নিজেই।আর হাতে মাত্র দুই দিন। তাই নিজ নিজ আসনে জোর কদমে প্রচারে নেমে পড়েছেন সকল রাজনৈতিক দল। এদিন হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের মহেন্দ্রপূর গ্রাম পঞ্চায়েতের ভোট প্রচারে নেমে ঝড় তুললেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতি মন্ত্রীর তাজমুল হোসেন। এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচার কর্মসূচি করা হয়। প্রথমে ভবানীপুর ব্রিজ থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করে।তারপর মহেন্দ্রপুর অঞ্চলের বিভিন্ন গ্রাম গ্রামে এই প্রচার চালয়।। সঙ্গে ছিলেন হরিশ্চন্দ্রপুর ১ (A) নং ব্লক সভাপতি মোশারফ হোসেন, মালদা জেলার জেলা পরিষদের প্রার্থী আফজল হোসেন, হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক পঞ্চায়েত সমিতির প্রার্থী মক্রম আলী, মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী শাফিউল হক সহ সেই অঞ্চলের তৃণমূলের কংগ্রেসের প্রার্থীরা ও কর্মী সমর্থক।