তপনের দ্বীপ খন্ডা গ্রাম পঞ্চায়েতে সমীর বর্মন ৩৪ নামে এক ওষুধ ব্যবসায়ী র মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য।

0
110

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আর ৪৮ ঘন্টায় পঞ্চায়েত ভোট তার আগে তপনের দ্বীপ খন্ডা গ্রাম পঞ্চায়েতে সমীর বর্মন ৩৪ নামে এক ওষুধ ব্যবসায়ী র মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকারের দাবি তৃণমূল কর্মী সমীর বর্মন। খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার দাবি করেন সমীর বর্মন ৩৪ নামে ওই কর্মী তৃণমূলের সক্রিয় সদস্য ছিলেন তাকে খুন করা হয়েছে। যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি বিজেপি কাউকে খুন করতে যায়নি। তার রাজনৈতিক পরিচয় নেই বলে দাবি সুকান্ত মজুমদারের।