নন্দীগ্রামে রবিবারের শেষ দিনের নির্বাচনী প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

0
267

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার শেষ দিনের নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের দুই নম্বর ব্লকের চিরঞ্জিবপুর এলাকায় নির্বাচনী প্রচার সেরে ফেললেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, এই দিন বিজেপির প্রতিষ্ঠাতা ডা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি কি ছবিতে মাল্যদান ও পুষ্পর্পণ এর মধ্য দিয়ে জন্মজয়ন্তী পালন করেই নির্বাচনী প্রচার শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই দিন নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য এবং মুখ্যমন্ত্রীকে একাধিক প্রসঙ্গ নিয়ে নিশানা করলেন তিনি,অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একাধিক প্রসঙ্গ নিয়ে তৃণমূলকে নিশানা করলেন তিনি।