রাতের অন্ধকারে শাসক দলের প্রার্থীদের নাম ও ছবি সাঁটানো ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ ।

0
190

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- রাতের অন্ধকারে এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের নাম ও ছবি সাজানো তৃণমূলের ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিরোধী শিবির সিপিআইএম ও বিজেপির উপর। ঘটনাকে কেন্দ্র করে খাতড়া এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরী হয়েছে।

শাসক দলের গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী সমীর মন্ডল তথা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে খাতড়া এলাকার এটিএম গাউন্ড সংলগ্ন স্থানে তৃণমূল প্রার্থীদের নাম ও ছবি সাটানো প্রচারের উদ্দেশ্যে ব্যানার টাঙ্গানো হয়েছিল। সেই ব্যানার রাতের অন্ধকারে বিরোধী দলের লোকেরা রাতের অন্ধকারে পুড়িয়ে দিয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে শাসকদলের পক্ষ থেকে এলাকায় সিপিআইএম ও বিজেপি একজোট হয়ে শাসক দলকে হারাতে মরিয়া হয়ে উঠেছে। তাই তারা রাজনৈতিকভাবে পেরে না ওঠে উঠে নোংরা রাজনীতিতে নেমেছে বিরোধী শিবির। তৃণমূলের প্রার্থীদের ছবি ও নাম সাটানো ব্যানার পুড়িয়ে ফেলা হচ্ছে রাতের অন্ধকারে। এ নিয়ে খাতড়া থানায় লিখিত অভিযোগ দায়েরও করা হয় শাসক দলের পক্ষ থেকে।

যদিও শাসকদলের আনা অভিযোগ, বিরোধী শিবির তথা সিপিআই ও বিজেপির পক্ষ থেকে এক জোটে অস্বীকার করা হয়েছে।