নিজস্ব সংবাদদাতা, মালদা:—ভোটের প্রাক্কালে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে বাম-কংগ্রেসের জোট কর্মীদের বেধড়ক মারধর, বাড়ি ভাঙচুর সহ বেশ কয়েক রাউন্ড গুলি চালনার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া-২নং ব্লকের পরাণপুর গ্রাম পঞ্চায়েতের মীরজাতপুরের চাঁদপুর এলাকায়। ঘটনায় আহত হয়েছে ৮ জোট কর্মী। বর্তমানে এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। থমথমে রয়েছে গ্রামের পরিবেশ। যদিও জোটের তোলা অভিযোগ নস্যাৎ করেছে তৃণমূল। পাল্টা কাঠগড়ায় তুলেছে জোট কর্মীদের।
Home রাজ্য উত্তর বাংলা ভোটের প্রাক্কালে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে বাম-কংগ্রেসের জোট কর্মীদের বেধড়ক মারধর...