রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে ইতিমধ্যেই ব্যালট বাক্স নিয়ে ভোট কেন্দ্রে ভোট কর্মীরা।

0
257

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাত পোহালেই পঞ্চায়েত ভোট। বুথমুখি ভোট কর্মীরা।। রাত পোহালেই পঞ্চায়েত ভোট। তাই পূর্ব মেদিনীপুর জেলার কন্ট্রোল রুম থেকে ভোটের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যালট বাক্স নিয়ে বুথের দিকে রওনা দিতে শুরু করলেন ভোট কর্মী থেকে নিরাপত্তা রক্ষীরা। প্রথমে ভোট কর্মী দের একটু ভয় ভীতি ছিলো। কিন্তু প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকায় অনেক ভোট কর্মীরা সাহস পাচ্ছেন। এখন দেখার বিষয় ৮ ই জুলাই পঞ্চায়েত ভোট কেমন যায় সেটাই এখন দেখার বিষয়। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের উপনগরি KTPP উচ্চ বিদ্যালয়ের কন্ট্রোল রুমে ভোট কর্মীরা ভোটের উপকরণ নিয়ে বুথ মুখী হচ্ছেন।