বন্দে ভারত আসলে বামনহাট লোকালের গতিতে চলা একটা ট্রেন, বেশি দামের টিকিট করে লোকের পকেট কাটা হচ্ছে: উদয়ন গুহ।

0
179

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: বন্দে ভারতে পাথর বৃষ্টি নিয়ে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি চলছেই। এরই মধ্যে বন্দে ভারতে আগামীতে আরো ঢিল পড়তে বলে আশঙ্কা প্রকাশ করলেন মন্ত্রী উদয়ন গুহ। তার দাবি, বন্দে ভারত আসলে বামনহাট লোকালের গতিতে চলা একটা ট্রেন। বেশি দামের টিকিট করে লোকের পকেট কাটা হচ্ছে। তাই ক্ষোভে মানুষ পাথর ছুঁড়ছে। এমন ঘটনা আরও ঘটতে পারে।

এদিন কোচবিহারের দলীয় কার্যালয়ে তৃণমূলের নতুন কর্মসূচি “দিদির সুরক্ষা কবচ” নিয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ অনেকে। সেখানে বন্দে ভারত নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘১৬০ কিলোমিটার বেগে গাড়ি চলবে গাড়ি চলবে। অথচ হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি আসতে সময় লাগবে ৮ ঘণ্টা। তাহলে ওটা কিভাবে ১৬০ কিলোমিটার হচ্ছে। এসব ভন্ডামি বাদ দিয়ে, বুজরুকি বাদ দিয়ে সত্যি কথা মানুষের সামনে তুলে ধরা হোক। ভোট এলে এ গাড়ি, সে গাড়ি এরকম ভাওতাবাজি মানুষ আর সহ্য করছে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here