আলিপুরদুয়ার জেলার ভাটপাড়া চা বাগানে ১১/১৪২ নং বুথে উত্তেজিত জনতা জ্বালিয়ে দিল ব‍্যালট বাক্স ।

0
524

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ-  আলিপুরদুয়ার জেলার ভাটপাড়া চা বাগানে ১১/১৪২ নং বুথে উত্তেজিত জনতা জ্বালিয়ে দিল ব‍্যালট বাক্স । কালচিনি বিডিও এবং পুলিশের সামনে ব‍্যালট বাক্সে আগুন লাগিয়ে দিল । পূনঃ নির্বাচনের দাবিতে সরব হল বিজেপি । বিডিও গাড়ি আটকে বিক্ষোভ দেখালো বিজেপি পূনঃ নির্বাচনের দাবিতে ।