গড়বেতার কাষ্টগুড়ার BJP ও তৃণমূলের সংঘর্ষ,ভাঙচুর ব্যালট বাক্স, শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

0
267

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  শনিবার পঞ্চায়েত নির্বাচনে বেলা বাড়ার সাথে সাথে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার কাষ্টগুড়া এলাকা, ভাঙচুর করা হলো ব্যালেট বাক্স,জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছাপ্পা করার সময় আটকাতে গেলেই তাদের উপর চড়াও হয় এবং মারধর করে, অন্যদিকে তৃণমূলের অভিযোগ বিজেপির কর্মী সমর্থকরা ভোট দিতে গেলে তাদের উপরে মারধর করে বলে অভিযোগ, ঘটনায় দুপক্ষের আহত বেশ কয়েকজন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গড়বেতা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।