নন্দীগ্রামের নন্দনায়কবাড়ে ৭৭ নম্বর বুথে ভোট দিলেন শুভেন্দু অধিকারী ।

0
172

নন্দীগ্রাম, নিজস্ব সংবাদদাতা:-নন্দীগ্রামের নন্দনায়কবাড়ে ৭৭ নম্বর বুথে ভোট দিলেন শুভেন্দু অধিকারী ভোট দিয়ে রাজ্য সরকারের পুলিশের পুলিশ মন্ত্রীর উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন বিরোধীদের মারধরের পাশাপাশি সাংবাদিকদেরও মারধোর করল পুলিশ। কোর্টের নির্দেশ মানে নি এই নির্বাচন কমিশন। পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং রাজ্যপালের ওপর ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু। এই রাজ্যে ৩৫৫ এবং ৩৫৬ প্রয়োগ দাবি জানান তিনি। তার ভোটদানের সময় বাইরে উত্তেজনা তৈরি হয়।