রাজ্য জুড়ে অশান্তির মধ্যে নদীয়ার কৃষ্ণ গঞ্জ ব্লকে ১১টি মহিলা বুথে সকাল থেকে শান্তি পুর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে।

0
105

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য জুড়ে অশান্তির মধ্যে নদীয়ার কৃষ্ণ গঞ্জ ব্লকে ১১টি মহিলা বুথে সকাল থেকে শান্তি পুর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। কিছু বুথে কেনদ্রীয় বাহিনী থাক লেও বাকী সব বুথে রাজ্য পুলিশ দিয়ে ভোট ।
সকাল থেকে প্রায় বুথে ভোটারদের ভোট দেবার আগ্রহ চোখে পড়ার মতো ।মহিলা ভোট কর্মীরা খুশি ।