ক্যানিংয়ে তৃণমূল যুব সভাপতি খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত পুলিশের জালে।

0
220

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – অবশেষে দীর্ঘ প্রায় আট মাস পর ক্যানিংয়ে মহরম শেখ খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত রফিক মোল্লা কে গ্রেফতার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২১ সালের ২০ নভেম্বর তৃণমূলের যুব সভাপতি মহরম শেখ কে তার বাড়ির সামনে গুলি করে খুন করে একদল দুষ্কৃতী। সন্ধ্যাবেলা খুন করে দিয়ে পালিয়ে যায়। এই ঘটনা সিসিটিভি ফুটেছে দেখা যায়, স্থানীয় তৃণমূল নেতা রফিক মোল্লাকে। তারপর থেকেই পালিয়েছিল এই অভিযুক্ত। এই ঘটনায় আরও ৬ জনের নামে এফআইআর করে নিহতের পরিবার। তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করার পরও তারা হাইকোর্ট থেকে জামিন নিয়ে আপাতত বাড়িতেই আছেন। বেশ কয়েকবার উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করেছিল রফিক। জামিন পাইনি।
গোপন সূত্রে মঙ্গলবার রাতে পুলিশ খবর পায় যে মহরম শেখের খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত রফিক উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ একটি বাড়ি ভাড়া নিয়ে আছে। সেইমত সেখানে শুরু করে তল্লাশি।পুলিশি তল্লাশির সময় মাছের ভেড়ির মধ্য দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাও করছিল অভিযুক্ত। কিন্তু বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে ফেলে গ্রেফতার করে তাকে। পুলিশ জানিয়েছে এই অভিযুক্ত ব্যক্তি তার এক আত্মীয় সহযোগিতা নিয়ে ওই এলাকায় ঘর ভাড়া নিয়েছিল। ওখান থেকে বাড়ির সঙ্গে যোগাযোগ রাখছিল। সেই মতো গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। বুধবার তাকে আলিপুর আদালতে তোলা হবে। ইতিমধ্যে ধৃতকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here