রাতের অন্ধকারে ব্যালট লুঠ করে ভোট করে সকালে ব্যালট বাক্স সিল করে দেওয়ার অভিযোগ, মন্ডলহাটে রাস্তা অবরোধ বিজেপির।

0
186

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার চাকদা ব্লকের ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের 251, 252, 253 নং বুথের ঘটনা।
অভিযোগ, রাতের অন্ধকারে ব্যালট লুঠ করে ভোট করে সকালে ব্যালট বাক্স সিল করে দেয়। অভিযোগ তৃণমূলের দিকে।
প্রতিবাদে, শিমুরালি – কালিবাজার রাজ্য সড়কের মন্ডলহাটে রাস্তা অবরোধ বিজেপির।
অন্যদিকে, গ্রামবাসীরা ব্যালট বাক্স পুড়িয়ে দেয় বলে অভিযোগ।