শান্তিপূর্ণভাবে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ হরেকৃষ্ণপুর ১১৫ ও ১১৬ নাম্বার বুথে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া শুরু হল।

0
170

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- শান্তিপূর্ণভাবে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ হরেকৃষ্ণ পুর জেলা পরিষদের প্রার্থী রামদেব সাহানি তৃণমূল কংগ্রেসের নিজের বুথে ভোট দিলেন এবং জানান খুব শান্তিপূর্ণভাবেই তার বুথে ভোট হচ্ছে এবং কেন্দ্র বাহিনী দিয়েই। সকাল ৭ টা থেকেই শুরু হয়ে গিয়েছে কালিয়াগঞ্জ ব্লকে পঞ্চায়েত নির্বাচন। সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও লাইন দিয়ে মানুষ ভোট দিচ্ছে। মেঘলা আকাশ থাকলেও ভোট দিতে লাইন পড়েছে ভোট কেন্দ্রের বাইরে। বৃদ্ধ থেকে শ্রমজীবী মানুষের ভিড় নজরে আসে ভোট কেন্দ্রের বাইরে। হরেকৃষ্ণ পুর বিদ্যাসাগর এপ বিদ্যালয় ১১৭ নম্বর বুথে কেন্দ্র বাহিনীর উপস্থিতিতে ভোট পর্ব অনুষ্ঠান হচ্ছে গ্রামের মানুষ পঞ্চায়েত ভোটকে উৎসব মনে করে। সন্ত্রাস এড়াতে পশ্চিমবঙ্গ পুলিশ বাহিনীর পাশাপাশি ভোট কেন্দ্র তিনজন কেন্দ্র বাহিনী রয়েছে বুথে। শনিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে গোটা কালিয়াগঞ্জ এ ভোটদান প্রক্রিয়া শুরু হয়। ভোট দিতে আশা সাধারণ মানুষ জানাই বর্ষাকালে আকাশের অবস্থা ভালো না থাকায় ভোটকেন্দ্রে সকাল-সকাল ভোটদান কর্মসূচি শেষ হলে সম্পূর্ণ ভোটাররা ভোট দিতে পারবে সুষ্ঠুভাবে।