আজ ফের অনান্য জেলার পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলাতেও অনুষ্ঠিত হচ্ছে ১৮;টি কেন্দ্রে পুননির্বাচন।

0
91

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : আজ ফের অনান্য জেলার পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলাতেও অনুষ্ঠিত হচ্ছে ১৮;টি কেন্দ্রে পুননির্বাচন। এরমধ্যে সব চেয়ে বেশি অশান্তির খবর যে সব ভোট কেন্দ্র থেকে পাওয়া গেছিল তার বেশির ভাগটাই ছিল গংগারামপুর মহুকুমা কেন্দ্রিক। তাই এই ১৮ টি ভোট কেন্দ্রে পুননির্বাচনের মধ্যে গংগারামপুর মহুকুমাতেই রয়েছে ৮ টি ভোট কেন্দ্র।এরপরেই রয়েছে কুশমন্ডি ব্লকের ভোট কেন্দ্র।সেখানে ৪ টি ভোট কেন্দ্রে পুননির্বাচন হতে চলেছে বলে জেলা প্রশাসনিক প্রকাশিত তালিকা থেকে জানা গেছে। এরপাশাপাশি হরিরামপুর ব্লকে ২ টি কেন্দ্রে ও তপনে ৩ টি এবং বালুরঘাটে ১ টি কেন্দ্রে পুননির্বান আগামীকাল অনুষ্ঠিত হবে বলে ওই সুত্রে জানা গেছে।

আর সেই তপনের তিনটি ভোট কেন্দ্রের মধ্যে অন্যতম দাউদপুর ভোট কেন্দ্র। যেখানে গত ৮ তারিখ শনিবার কেন্দ্রীয় বাহিনী না থাকার ফলে দুষ্কৃতিদের তান্ডবে ভোটাররা ভোট দিতে যেতেই পারেনি বলে অভিযোগ উঠেছিল। ফলে ভোট হয় নি বললেই ধরা যায়। আজ সেই কেন্দ্রে কিন্তু দুজন কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুননির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থানিও বাসিন্দাদের অভিযোগ সেদিন যদি কেন্দ্রীয় বাহিনী থাকত তবে আজ ভোট দিতে ফের ভোট কেন্দ্রে আসতে হতো না।

তপনের পাশাপাশি বালুরঘাট ব্লকের পতিরাম থানার অন্তর্গত হরিহরপুর প্রাথমিক বিদ্যালয়,৪০/৯০