ভোটার লাইনে ভোটার রা এনায়েৎপুরে ২১৯ নম্বর বুথে।

0
127

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পুনরায় ভোট চাকদহ ব্লকের রাউতাড়ি জিপির দক্ষিণ এনায়েৎপুরে। এনায়েৎপুর প্রাথমিক বিদ‍্যালয়ে ২১৯ নম্বর বুথে।গত আটই জুলাই ভোটের দিন ছাপ্পা ভোটের অভিযোগ করে এলাকার বাসিন্দারা।ব‍্যালট পেপার পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা। তিনটে ব‍্যালট বক্স মজা পুকুরে ফেলে দেয় এলাকার ভোটার রা।ফ্রেশ ভোটের আবেদন করেন উত্তেজিত জনতা।তারই পরিপ্রেক্ষিতে আজ ভোট।।শেষ পযর্ন্ত ভোটাধিকার প্রয়োগ করার জন‍্য ভোট দেবার লাইনে দাড়ালো ভোটার রা।