শান্তিপূর্ণভাবে পুনর্নির্বাচন দুবরাজপুরের কাপাসতোড়ে।

0
141

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- পঞ্চায়েত নির্বাচনের দিনে বীরভূম জেলার একাধিক পঞ্চায়েতে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার পোড়ানো, ভোট গ্রহন কেন্দ্রে ঢুকে ছাপ্পা মারার অভিযোগ উঠেছিল। তাই নির্বাচন কমিশনের নির্দেশে বীরভূম জেলার ১৪ টি জায়গায় পুনর্নির্বাচন করানো হয় আজ। তার মধ্যে দুবরাজপুর ব্লকের তিনটি জায়গায় এবং খয়রাশোল ব্লকের তিনটি জায়গায় পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়।
দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের লোবা, দেবীপুরচর এবং বালিজুড়ি পঞ্চায়েতের কাপাসতোড় গ্রামে। তাই আজ দুবরাজপুর ব্লকের বালিজুড়ি পঞ্চায়েতের কাপাসতোড় গ্রামে শান্তিপূর্ণভাবে পুনর্নির্বাচন চলছে। উল্লেখ্য, ভোটের দিন এই ভোট গ্রহন কেন্দ্রে ব্যালট পেপার চুরির অভিযোগ উঠেছিল। তাই আজ কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ দিয়ে মুড়ে ফেলা হয়েছে কাপাসতোড় ভোট গ্রহন কেন্দ্র। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বলে জানিয়েছেন ভোটাররা। যদিও বা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রার্থীকে ভোট গ্রহন কেন্দ্রে দেখা গেল। কিন্তু নির্দলের প্রার্থীকে ভোট গ্রহন কেন্দ্রের আশেপাশে দেখা যায় নি।