দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সিসিটিভি না থাকায় দেরীতে ভোটগ্রহণ শুরু কুশমন্ডিতে।
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের চারটি কেন্দ্র 43 ও 45 আদ্যখন্ড বুথে পুনরায় ভোট গ্রহণ শুরু হল। কদমডাঙ্গা ১২২ নম্বর বুথে পুনরায় ভোটগ্রহণ সকাল থেকে শুরু হওয়ার কথা থাকলেও ভোটগ্রহণ শুরু হয়নি। প্রায় দেড় ঘন্টা ধরে বন্ধ ছিল।। সাড়ে আটটায় পরবর্তীতে ভোট গ্রহণ শুরু হয়। জানা গেছে ১২২ নম্বর কদম ডাঙ্গা বুথে সিসিটিভি লাগানো না থাকার কারণে ভোট শুরু হয়নি বলে জানিয়েছেন জেলা পরিষদের তৃণমূল প্রার্থী। জেলা পরিষদের তৃণমূল প্রার্থী অম্বরিশ সরকার বলেন আজ শান্তিপূর্ণভাবে সকাল থেকে কুশমন্ডির আটটি অঞ্চলে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে ভোট হচ্ছে আমরা বিপুল ভোটে জয় লাভ করব। বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়ের দাবি কেন্দ্রীয় বাহিনী থাকায় শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে কুশমন্ডিতে।