প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – ১১ই জুলাই ভোট গণনার দিন সাঁকরাইল ব্লকে ভোট গণনার সময় সিকম কলেজে বিশৃঙ্খলা দেখা দেয় সেই পরিপ্রেক্ষিতে ভোট গণনা বানচাল হয়। বিরোধীদলের নেতৃত্বরা অভিযোগ করেন শাসকদলের বিধায়ক জোর করে ভোট গণনা কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার তছনছ করে এবং পরে বিরোধী দলের নেতৃত্ব সুবিচারের আশায় কোর্টে যান। মহামান্য বিচারপতি নির্দেশে নির্বাচন আধিকারিক পুনরায় সাঁকরাইল ব্লকের দুটি অঞ্চলের মোট ১৫ টি বুথে ভোট করা কথা ঘোষণা করেন। মানিকপুর অঞ্চলের নটি বুথ এবং সারেঙ্গা অঞ্চলের ৬টি বুথ মোট ১৫টি বুথে হবে আবার ভোট হবে এমনই জানান নির্বাচন আধিকারিক। কোর্টের নির্দেশে খুশি বিরোধীদল সিপিএম কংগ্রেস এবং বিজেপি সহ আইএসএফ। পর্যাপ্ত কেন্দ্র বাহিনী দিয়ে ভোট করার জন্য আবেদন করেন বিরোধী দলের নেতৃত্বরা। সারেঙ্গা যে ছয়টি গ্রাম সব আসনে ভোট হবে সবকটি বিরোধীরা পাবেন এমনই তারা আশাবাদী । অপরদিকে মানিকপুরে যে নটি গ্রাম সভায় কেন্দ্রে ভোট হবে তার মধ্যে নটি গ্রাম সাভার আসন তৃণমূল কংগ্রেস তাদের ঝুলিতে রাখতে পারবে এমনই আশাবাদী মানিকপুরের তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সাঁকরাইল ব্লক সভাপতি শেখ আহমেদ বললেন সমস্তটাই বিজেপি ঘটিয়েছে। কেননা দীর্ঘ ৩০ বছর যাবৎ তারা মানিকপুর অঞ্চল দখল করে আসছে এবারও তারা অঞ্চল ধরে রাখতে ভোট গণনা কেন্দ্রে বানচাল করেছে। তারা আশাবাদী মানিকপুর অঞ্চলের বাসিন্দারা মমতা ব্যানার্জি উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং যে সকল প্রকল্প মমতা ব্যানার্জি তৈরি করেছেন সেই সকল প্রকল্পের সুবিধা পেতে পুনরায় তাদেরই জয় লাভ করাবে ভোটের মাধ্যমে। তাই আগামী এই ৯টি গ্রাম সভার আসনে পুনরায় নির্বাচনে যাতে তৃণমূল প্রার্থীদের জয়যুক্ত করতে সাধারণ মানুষ সহযোগিতা করেন তার জন্য করজোড়ে আবেদন করলেন তৃণমূল ট্রেড ইউনিয়নের নেতা। এখন দেখার মানিকপুর অঞ্চলের মসনদ আবার বিজেপি নাকি তৃণমূল দখল করে এই ৯টি গ্রাম সভা আসনে পুনরায় ভোটের মাধ্যমে সেই দিকে তাকিয়ে আপামর ভোটারগন।
কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন পুনরায় সাঁকরাইল ব্লকে ১৫ টি গ্রাম পঞ্চায়েতের আসনে ভোট ঘোষণা করলো খুশি বিরোধীরা।

Leave a Reply