নিরাপত্তার স্বার্থে বারবার স্কুল বাড়ি সংস্কারের দাবি জানিয়ে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ – ভগ্নপ্রায় স্কুল বাড়ি, দেওয়ালের পলেস্তরা থেকে ছাদের একাংশ ভেঙ্গে পড়ছে, সংস্কারের কোন উদ্যোগ নেই-অভিযোগ তুলে পাত্রসায়র পশ্চিম চক্রের পানপুকুর প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন অভিভাবক ও গ্রামবাসীদের একাংশ। গ্রামবাসীদের অভিযোগ, ক্ষুদে পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে বারবার স্কুল বাড়ি সংস্কারের দাবি জানালেও কোন কাজ হয়নি।

স্থানীয় সূত্রে খবর, এলাকার অন্যতম প্রাচীণ শিক্ষা প্রতিষ্ঠান পানাপুকুর প্রাথমিক বিদ্যালয়। মূলত এই গ্রামের ছেলে মেয়েরাই এখানে পড়াশুনা করে। দীর্ঘদিন স্কুল বাড়ির মেরামত না হওয়ায় সমস্যা বেছে। দেওয়াল থেকে ছাদ সর্বত্র চাঙ্গড় ভেঙ্গে পড়ছে, ফলে ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়েও তাঁরা নিশ্চিন্ত থাকতে পারেননা। এই অবস্থায় স্কুলে যাওয়ার চেয়ে বাড়িতে থাকাই বেশী নিরাপদ। এমনকি একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন নিবেদন করেও স্কুল বাড়ি সংস্কার হয়নি। ফলে স্কুলের প্রধান ফটকে তালা চাবি দিয়ে আন্দোলনের পথই তাঁরা বেছে নিয়েছেন বলে জানান।

বিষয়টি মেনে নিয়েছেন পানপুকুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকাল চন্দ্র পোড়েল। তিনি বলেন, এই মুহূর্তে যা অবস্থা তাতে যেকোন সময় স্কুল বাড়ি ভেঙ্গে পড়তে পারে। ফলে ছাত্র ছাত্রী থেকে শিক্ষক সবার জীবন সংশয়ের আশঙ্কা রয়েছে। গত ১০ বছর ধরে বিভিন্ন সরকারী দপ্তরে আবেদন নিবেদনেও কোন কাজ হয়নি বলে তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *