নিজস্ব সংবাদদাতা, মালদা: – কেন্দ্রীয় বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মালদা শহর জুড়ে প্রতিবাদ মিছিল। রবিবার বিকেলে মালদা শহরের বৃন্দাবনি ময়দান সংলগ্ন এলাকা থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল। গোটা শহর পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল। এরপর মালদা শহরের রথবাড়ি এলাকায় এই মিছিল শেষ হয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জানা যায় এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী, সহ-সভাপতি বাবলা সরকার, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৃণালিনী মাইতি, ইংলিশবাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রতিভা সিংহ, সহ-সভাপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী জানান, কেন্দ্রের বিজেপি সরকার গোটা দেশজুড়ে বিশৃংখল রাজনীতির পরিবেশ তৈরি করেছে। মানুষ নিরাপত্তা পাচ্ছে না, মহিলারা নিরাপত্তা পাচ্ছে না, জিনিসপত্রের দাম আকাশ ছোয়া। মানুষ মারার নীতি গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার। এরই প্রতিবাদে আজকে আমাদের আন্দোলন।
কেন্দ্রীয় বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মালদা শহর জুড়ে প্রতিবাদ মিছিল।

Leave a Reply