জানুন কবে শুরু যুব কমনওয়েলথ গেমস।

আগামী শুক্রবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ত্রিনিদাদের রাজধানী পোর্ট অফ স্পেনে শুরু হচ্ছে যুব কমনওয়েলথ গেমস (Commonwealth Youth Games 2023)। ষষ্ঠ যুব কমনওয়েলথ গেমস ৪ অগাস্ট থেকে ১১ অগাস্ট পর্যন্ত চলবে। কমনওয়েলথের অন্তর্ভুক্ত দেশগুলির ১৪ থেকে ১৮ বছর বয়সী ক্রীড়াবিদদের নিয়ে আয়োজিত হবে যুব কমনওয়েলথ গেমস। এবার যুব কমনওয়েলথ গেমসে ৭৪টি দেশ অংশ নিচ্ছে। অ্যাথলেটিক্স, বক্সিং থেকে হকি, সাইকেলিং, জুডো-মোট ২১টি খেলার শতাধিক বিভাগে খেলা হবে।

শেষবার যুব কমনওয়েলথ গেমস আয়োজিত হয়েছিল ২০১৭ সালে, বাহামাসে। গত বার এই গেমসের ভারতের যুবরা চারটি সোনা, ১টি রুপো ও ৬টি ব্রোঞ্জ জিতে পদক তালিকায় সাতে ছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *