পাণ্ডুয়া-হুগলী, নিজস্ব সংবাদদাতা : ১ আগস্ট, ২০২৩: সম্প্রতি খন্যানের সংগঠন দপ্তরে জয় কিষাণ আন্দোলনের সদস্যদের এক উদ্দীপনাময় সম্মেলনে পাণ্ডুয়া ব্লক কমিটি গঠন করা হল। সম্মেলনে জয় কিষাণ আন্দোলনের হুগলী জেলা সভাপতি পাণ্ডুয়া ব্লক কমিটির প্যানেল পেশ করেন। তা নিয়ে আলোচনা এবং বিভিন্ন সংযোজন-বিয়োজনের মাধ্যমে কমিটি গঠিত হয়। সভায় কৃষি বিষয়ক ও সাধারণ আঞ্চলিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা এবং তা প্রতিকারের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রস্তাব গৃহীত হয়।
সমাপ্তি ভাষণে জয় কিষাণ আন্দোলনের সর্বভারতীয় সভাপতি অভীক সাহা বলেন “কৃষক ও কৃষিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার। কৃষি ব্যবস্থা, কৃষিজ পণ্য, খাদ্য মজুত ও সরবরাহ ব্যবস্থাকে একচেটিয়া পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। জয় কিষাণ আন্দোলন সংকল্প নিয়ে দেশ জুড়ে এই অপচেষ্টা রুখতে লাগাতার কাজ করে চলেছে।” তিনি আশা রাখেন, নতুন কমিটির সুযোগ্য নেতৃত্বে পাণ্ডুয়া ব্লকের কৃষক সংগঠনের এই কাজে শামিল হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন। সঙ্গে প্রশাসন এবং উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা এবং প্রয়োজনে লড়াই, সংগ্রাম, আন্দোলনের মাধ্যমে স্থানীয় সমস্যাগুলোর সমাধানে অগ্রণী ভূমিকা নেবে।
নব গঠিত কমিটির সদস্যরা হলেন: (১) শ্যামল কান্তি সিকদার (সভাপতি), (২) সেখ সফিউদ্দিন (কার্যকরী সভাপতি), (৩) হানিফ সরকার (সম্পাদক), (৪) উমাচরণ ব্যানার্জি (কোষাধ্যক্ষ), (৫) শেখ সফিউদ্দিন (নামাজগ্রাম) (সদস্য), (৬) দোস্ত মোহাম্মদ নুরুদ্দিন (সদস্য), (৭) ইউসুফ আলী (সদস্য), (৮) জাফর আলী (সদস্য), (৯) আব্দুল হালিম (সদস্য), (১০) আব্দুল মান্নান (সদস্য), (১১) মিন্টু সরকার (সদস্য), (১২) কাদের আলী (সদস্য), (১৩) আব্দুল কাসেম (সদস্য), (১৪) আবু তাহের (সদস্য), (১৫) ধীরেন সাবুই (সদস্য), (১৬) আব্দুল মুক্তার (সদস্য), (১৭) শেখ আজাহার (সদস্য), (১৮) শংকরী প্রসাদ বসু (সদস্য), (১৯) মলয় ঘোষ (সদস্য), (২০) শেখ ইসরাফিল (সদস্য), (২১) জয়ন্ত মালিক (সদস্য), (২২) মানিক লাল ঘোষ (সদস্য), (২৩) মোহন মাঝি (সদস্য), (২৪) মলয় কুমার দাস (সদস্য), (২৫) গোপাল কোলে (সদস্য)।
মিডিয়া সেল | জয় কিষাণ আন্দোলন
যোগাযোগ: ৮৩৩৬ ৯৩৯৯৩৯৩
Leave a Reply