বেকারত্ব দূরীকরণের উদ্দেশ্যে স্বনির্ভরতার লক্ষ্যে শিল্পের সমাধানে ক্যাম্প বসল মালদহের ইংরেজি মাধ্যম মডেল মাদ্রাসায়।

নিজস্ব সংবাদদাতা, মালদহ: – বেকারত্ব দূরীকরণের উদ্দেশ্যে স্বনির্ভরতার লক্ষ্যে শিল্পের সমাধানে ক্যাম্প বসল মালদহের ইংরেজি মাধ্যম মডেল মাদ্রাসায়। শুক্রবার দুপুরের অনুষ্ঠানে হাজির ছিলের রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন। এছাড়া হাজির ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া ও প্রশাসনের অন্যান্য কর্তারা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দফতরের উদ্যোগে গত,১ অগষ্ট থেকে শিল্পের সমাধান কর্মসূচি শুরু হয়েছে। আগামী ১৮ অগষ্ট পর্যন্ত কর্মসূচি চলবে। এদিন ইংরেজবাজারের চন্দন পার্ক এলাকায় মডেল মাদ্রাসায় শিবিরটি হয়। সেই শিবিরে হাজার খানেক মহিলা শামিল হন। তাঁরা সরকারি ঋণের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেন। ডেলার প্রতিটি ব্লকে কর্মসূচি চলবে। কর্মসূচির মাধ্যমে জেলায় এখনও প্রযন্ত ছয় হাজার মানষ নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এছাড়া এক হাজার মানুষ ঋণও পেয়েছেন বলে জানান জেলাশাসক নীতিন সিংহানিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *