নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার ভালুকা পঙ্চায়েতের বোর্ড গঠন করলো সিপিআইএম । আর বোর্ড গঠনের পরেই দেখা গেল সিপিআইএম কর্মীদের উচ্ছাস । ভালুকা পঙ্চায়েত রাঙা হলো লাল আবিরে রঙে ।এর আগে এই পঙ্চায়েত তৃণমুলের দখলে ছিল । এই পঙ্চায়েতের মোট আসন ১৮ টি তার মধ্যে ১০ টি পায় সিপিআইএম , ৬ টি পায় বিজেপি এবং ২ টি পায় তৃণমুল । সেখানে আজ করা পুলিশি নিরাপত্তায় বোর্ড গঠন করলো সিপিআই এম । বোর্ড গঠনের পরে বাজনা সহকারে মিছিল করে সিপিআইএম । লাল আবিরের ছোয়া ভালুকায় ।
নদিয়ার ভালুকা পঙ্চায়েতের বোর্ড গঠন করলো সিপিআইএম ।

Leave a Reply