নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হয় বুধবার। এই গ্রাম পঞ্চায়েত দখলে নিয়েছে বিজেপি। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন লক্ষী পাল। উপপ্রধান হয়েছে অর্ণব ঘোষ। এদিন কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বোর্ড গঠিত হয়। উপস্থিত ছিলেন, বিজেপির জেলা সভাপতি মনোজ তিজ্ঞা, ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন সহ অনেকেই।
জটেশ্বর দুই গ্রাম পঞ্চায়েত
তৃনমূল:- ৮
বিজেপি:- ১১
সিপিআইএম:- ১
নির্দল:-১
মোট:- ২১
Leave a Reply