নিজস্ব সংবাদদাতা, মালদা:— হবিবপুরে আকতৈল অঞ্চলের হবিবপুর ব্লকের আকতৈল গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের পরেই বিজেপি কর্মীতে উচ্ছ্বাস। আকতৈল অঞ্চলের মোট আসন ২১টি বিজেপি পেয়েছে ১১ টি, তৃণমূল পেয়েছে ৮ টি,
নির্দল ২টি। সেখানে ভারতীয় জনতা পার্টি ১২ টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ বিজয়ী হয়েছো। সম্মতিক্রমে প্রধান হলেন গায়ত্রী বর্মন, উপ প্রধান হলেন শিলা পাউলিয়া,বোর্ড গঠনের পরেই কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেল তোকে বলার মত আবির মেখে কেন্দপুকুর এলাকা বিভিন্ন জায়গায় পরিক্রমা করে।
হবিবপুরে আকতৈল অঞ্চলের হবিবপুর ব্লকের আকতৈল গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের পরেই বিজেপি কর্মীতে উচ্ছ্বাস।

Leave a Reply