পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- গোটা শ্রাবণ মাস জুড়ে মহাদেবের মাথায় জল ঢালার রীতি বহু বছর। বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় কাটোয়া থেকে জল নিয়ে এসে বাবা বর্ধমানেশ্বর এর মাথায় জল ঢালেন বহু ভক্ত। সেই মর্মে বর্ধমান শহরের ২৬ নম্বর ওয়ার্ডে থেকেও বহু বাবার ভক্ত কাটোয়ায় জল আনার উদ্দেশ্যে রওনা দেয়। এখানেই দেখা গেল এক সম্প্রীতি নজির। এই সমস্ত বিষয়টা তত্ত্বাবধানে থাকেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজি। একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও প্রত্যেক ধর্মের প্রতি যে তার শ্রদ্ধা এবং সহানুভূতি রয়েছে তারই এক চিত্র উঠে এলো আমাদের ক্যামেরা।গোদা রাই কলোনির বাবার ভক্তরা কাটোয়া থেকে জল এনে মোটা শিবের মাথায় ঢালবে। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী শুধুমাত্র উন্নয়ন নয় জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের প্রতি তার শ্রদ্ধা বারবার ফুটিয়ে তুলেছেন। রাজনীতি ছাড়াও নিজে সম্প্রীতিতে ও বিশ্বাস করেন সেটাই বারবার উঠে এসেছে আমাদের ক্যামেরায়।
সম্প্রীতি নজির দেখা গেল বর্ধমান শহরের ২৬ নম্বর ওয়ার্ডে।

Leave a Reply