নিজস্ব সংবাদদাতা, মালদা:— সমস্ত জল্পনার অবসান। মালদা জেলাপরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হল বুধবার। সভাধিপতি নির্বাচিত হলেন ৩২নং আসন থেকে নির্বাচিত তৃণমূলের জেলাপরিষদ সদস্য লিপিকা বর্মণ ঘোষ এবং সহ সভাধিপতি নির্বাচিত হলেন গতবারের সভাধিপতি তথা এবারের নির্বাচনে ১৩নং আসন থেকে নির্বাচিত তৃণমূলের জেলাপরিষদ সদস্য রফিকুল ইসলাম।নবনিযুক্ত জেলা পরিষদের সভাধিপতি বলেন সকলকে ধন্যবাদ জানাই আমাকে এই জায়গায় পদ দেওয়া হয়েছে সেই পদের মর্যাদা রাখার চেষ্টা করব।মালদা জেলায় ভাঙ্গন অনেকটাই বেড়েছে এ বিষয়ে আমরা বারবার কেন্দ্রকে জানিয়েছি কিন্তু কোন কাজ হয়নি আগামীতে আরো আন্দোলন জোর তার হবে এবং বিভিন্ন যেসব কাজ বাকি রয়েছে জেলা জুড়ে সেসব কাজ করা হবে।
মালদা জেলাপরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হল বুধবার।

Leave a Reply