নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মায়ের ওপর রাগ করে বাড়ী থেকে বেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসার সময় BSF এর হাতে গ্রেফতার নাতিকে ছাড়াতে বাংলাদেশ থেকে ভারতে এলো দাদু। সূত্রের খবর, বাংলাদেশের ঝিনাইদহ জেলার বাসিন্দা এক যুবক জুলাই মাসের 4 তারিখ বাংলাদেশ থেকে ভারতে আসার সময় বরণবেরিয়া সীমান্তে BSF এর হাতে ধরা পড়ে। পরে BSF ধানতলা থানার হাতে ওই বাংলাদেশিকে তুলে দিলে 5 তারিখ ওই বাংলাদেশি যুবককে রানাঘাট আদালতে পাঠায় পুলিশ। বর্তমানে সংশোধনাগারে রয়েছে ওই বাংলাদেশি যুবক। আর ভারতের জেলে বন্দি আছে নাতি এই খবর পাওয়ার পরই বাংলাদেশ থেকে সোমবার ভারতে আসে দাদু। মঙ্গলবার রানাঘাট আদালতে এসে নাতিকে ছড়ানোর জন্য আইনজীবীও ঠিক করেন তিনি। এখন নাতী কবে ফেরে সেই অপেক্ষায় 71 বছর বয়সী ওই বৃদ্ধ।
নাতিকে ছাড়াতে বাংলাদেশ থেকে ভারতে এলেন দাদু।












Leave a Reply