আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া পঞ্চায়েত বোর্ড গঠনের এক মাস যেতে না যেতেই রাজাভাতখাওয়া গ্ৰাম পঞ্চায়েতের দুজন পঞ্চায়েত সদস্য তার মধ্যে একজন বিজেপি ও একজন সিপিএম পঞ্চায়েত সদস্য সোমবার তৃণমূলে যোগদান করল । এদিন রাজাভাতখাওয়া গ্ৰাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য নুমি ওরাঁও এবং সিপিএম পঞ্চায়েত সদস্য সরস্বতী এক্কা তৃণমূল কংগ্রেসে যোগদান করে আগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের ব্লক সভাপতি বীরেন্দ্র ওরাঁও ।
রাজাভাতখাওয়া গ্ৰাম পঞ্চায়েতের দুজন পঞ্চায়েত সদস্য তার মধ্যে একজন বিজেপি ও একজন সিপিএম পঞ্চায়েত সদস্য সোমবার তৃণমূলে যোগদান করল।

Leave a Reply