আবদুল হাই, বাঁকুড়াঃ সরকারি মডেল স্কুল থেকে সরকারি অধীনস্থ বেসরকারী সংস্থার কারখানার দূরত্ব মাত্র ৫০ ফুট, কিভাবে এই বেসরকারি সংস্থার কারখানা তৈরি করার অনুমতি পেল এটা নিয়েই উঠেছে প্রশ্ন, কারণ কারখানা তৈরি মডেল স্কুলটি তৈরি হয়েছে এবং পঠন পাঠন শুরু হয়েছে আর সেই রকম একটা জায়গাতে বিভিন্ন সংস্থার বর্জ্য পদার্থ নষ্ট করার কারখানা গড়ে উঠতে পারে, কারখানা তৈরীর প্রয়োজনীয় অনুমতি যারা অনুমোদন করেছেন তারা কি সরজমিনে খতিয়ে দেখেছিলেন, এই প্রশ্ন উত্তর জানা নেই এলাকার সর্বস্তরের মানুষের। তবে এই কারখানা থেকে রাজ্যের বিভিন্ন থানায় আটক করা নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয়করণ করতে গিয়ে প্রচন্ড বিস্ফোরণ, যে বিস্ফোরণে এলাকা উঠলো কেঁপে, বিস্ফোরণের প্রচন্ড শব্দে ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে আতঙ্ক, চিৎকার চেঁচামেচিতে পড়ে যায় স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বুড়োহুড়ি, সবাই বেরিয়ে আসে স্কুল ছেড়ে, ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য শিক্ষক শিক্ষিকা এবং কিছু ছাত্র স্কুলের ছাদে উঠে যায়, দেখে পাশের কারখানা থেকে গোলাকৃত আগুনের গোলা উপরের দিকে উঠে যাচ্ছে , এলাকা ঢেকে যায় ক্ষনিকই কালো ধোঁয়ায়। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শালতোড়ায়।
বেসরকারি কারখানায় বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, আতঙ্কিত পাশের স্কুলের ছাত্রছাত্রী।












Leave a Reply