কালচিনি মোদিলাইন গণেশ পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কালচিনি মোদিলাইন গণেশ পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে।আগামীকাল গণেশ পুজো তার আগে সোমবার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।আলিপুরদুয়ার জেলার মধ‍্যে অন‍্যতম বিগ বাজেটের পুজো হচ্ছে কালচিনি মোদিলাইন গণপতি মহোৎসব।এই পুজোতে ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের সমাগম হয়। কালচিনি মোদিলাইনের গণেশ পুজোর বিশেষত্ব হচ্ছে এখানে নয় দিনের পুজো হয় এবং ৭৫১কেজি ওজনের একটি লাড্ডু ভোগ দেওয়া হয়। গণেশ পুজো উপলক্ষে পুরো কালচিনি এলাকায় আলকসজ্জার ব‍্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *