নদীয়া জেলার রানাঘাটে ১৫ফুট উচ্চতার গণপতি বন্দনা ছাত্রদের ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- স্রেফ মুম্বাইয়ের অনুকরণ করে প্রথম বছর নদীয়া জেলার রানাঘাটে ১৫ফুট উচ্চতার গণপতি বন্দনা ছাত্রদের এই প্রথম তাদের পুজো।
“গণপতি বাপ্পা মরীয়া “মহারাষ্ট্রে মুম্বাই এর প্রধান পুজো গণপতি বাপ্পা। আর সেই গণপতি বাপ্পার আরাধনা এ দিনে দিনে ছড়িয়ে পড়েছে সর্বত্রে। পশ্চিমবঙ্গে নবর্ষের দিন গণেশ পুজোর রীতি আছে কিন্তূ বর্তমানে এখন গণপতি আরাধনা বৃদ্ধি পেয়েছে। কলকাতা ছাড়িয়ে এখন বিভিন্ন রাজ্যে গণপতি বাপ্পার পুজো বৃদ্ধি পেয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো এই বছর এই প্রথম রানাঘাটে নেতাজী বাজারের সামনে ছাত্র রা প্রথমবার গণপতি বাপ্পার পুজোর সূচনা করলো।এমন ধরনের ইচ্ছা তাদের বছর দুই আগে থেকে। মুম্বাই তে গণপতি বাপ্পার পুজো দেখে তারা নদীয়া জেলার রানাঘাটে এই পুজো সূচনা করলো সবাই মিলে পকেটমানি বাঁচিয়ে ও বিভিন্ন ব্যাক্তি দের কাছ থেকে চাঁদা তুলে তাদের এই আয়োজন। প্রথম বছরে তাদের পুজোর চমক সবচেয়ে বড় গণপতি পুজো করা সেই মতো মূর্তি বানানো হয়েছে। গণপতির উচ্চতা ১৫ফুটের। পুজো রীতি মেনেই করা হচ্ছে পাশাপাশি শোভাযাত্রা করে বিসর্জন করা হবে যেমন মুম্বাইতে বিসর্জন করা হয় ধুমধাম করে তেমন ভাবে বিসর্জন করা হবে। পুরোপুরি ছাত্রদের মনে মুম্বাই অনুকরণ করে এইবার তাদের প্রথম গণপতি বন্দনা। এছাড়াও রানাঘাটে বিভিন্ন জায়গায় গণপতি গণেশের পুজোর আয়োজন চলছে। মুম্বাইয়ের মতো রানাঘাটে বড় বড় গণপতি পুজোর আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *