পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আগামী কাল থেকেই বর্ধমান শহরে শুরু হবে নৃত্য উৎসব। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের প্রচেষ্টায় শহর বর্ধমানে সংস্কৃত লোকমঞ্চে “নৃত্য উৎসব” কাল থেকেই শুরু হবে, চলবে আগামী ২৬ তারিখ পযন্ত। সময় – প্রতিদিন বিকাল ৫ টা থেকে।
বিধায়ক খোকন দাস সাম্প্রতি এক সংগীত মেলার আয়জন করেন, যেখানে এলাকার প্রতিভাবান সংগীত শিল্পীরা তাদের প্রতিভা তুলে ধরে। তার পরই বর্ধমানের বিভিন্ন নৃত্য শিক্ষা কেন্দ্র থেকে বিধায়ককে একটি নৃত্য উৎসব করার আর্জি জানানো হয়। তাদের কথা মাথায় রেখে ও এলাকার প্রতিভাবান নৃত্য শিল্পীদের প্রতিভা জনসম্মুখে তুলে ধরতে এই নৃত্য উৎসব আয়োজন বলে জানান বিধায়ক তথা এই নৃত্য উৎসবের আয়োজক খকোন দাস।
নৃত্য উৎসব নিয়ে বিধায়ক খোকন দাস আজ একটি সাংবাদিক বৈঠক করেন এবং এই উৎসব সম্পর্কে বিস্তারিত জানান।
বর্ধমানে এবার “নৃত্য উৎসব”।

Leave a Reply