গ্রাহকদের টাকা ফেরতের দাবি সহ নিরাপত্তার কথা জানিয়ে থানায় ডেপুটেশন অল বেঙ্গল চিটফান্ড সাফারার ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশনের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  অল বেঙ্গল চিটফান্ড সাফারার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে থানায় ডেপুটেশন। এদিন সারা রাজ্যের পাশাপাশি শান্তিপুর থানায় একটি ডেপুটেশন জমা দেয় ওই সংগঠনের সদস্যরা। তাদের দাবি, শিক্ষিত হওয়ার পরেও তারা চাকরি না পাওয়ায় বিভিন্ন অর্থ লগ্নি সংস্থাগুলিতে যুক্ত হয় একটু রোজগারের আশায়। কিন্তু বেশ কয়েক বছর চলে যাওয়ার পরে একাধিক অর্থ লগ্নি সমস্যা গুলি গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে গুটিয়ে নেই তাদের ব্যবসা, আর ক্ষিপ্ত গ্রাহকদের রোসের মুখে পড়তে হয় তাদের মত সদস্যদের। কখনো বাড়ির উপর এসে হামলা, কখনো আবার প্রাণনাশের হুমকি, এছাড়াও রাস্তায় বেরোলেই গ্রাহকদের ক্ষোভের মুখে পড়তে হয় তাদের। দীর্ঘদিন ধরে এই সমস্যায় হতাশ হয়ে পড়ে তাদের পরিবারগুলি, কিন্তু অর্থ লগ্নি সংস্থাগুলির উচ্চ পদস্থরা কোনরকম গুরুক্ষেপ করছে না। যদিও তাদের দীর্ঘদিনের এই সমস্যার কথা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিও কোন লাভ হয়নি। এদিন ডেপুটেশন কর্মসূচির পরে অল বেঙ্গল চিট ফান্ড সাফারার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রতন মালাকার বলেন, গ্রাহকদের পাওনা টাকা যাতে ফিরিয়ে দেওয়া হয়, এছাড়াও আগামী দিনে তাদের কোনো রকম যাতে সমস্যার সম্মুখীন নাতে হয় সেই কারণেই নিরাপত্তার কথা ভেবে তারা রাজ্যের পাশাপাশি শান্তিপুর থানাতেও একটি ডেপুটেশন জমা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *