নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়ার কল্যাণীর উত্তর ভবানীপুর এলাকায় ব্যাপক গন্ডগোল ছাত্র ও স্থানীয়দের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয়েছে রাফ। রয়েছে বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, বিশ্বকর্মা পুজোর দিন থেকে বেসরকারি কলেজের ছাত্রদের সঙ্গে স্থানীয়দের ঝামেলা হয়। সেই ঝামেলা রেশ চলছিল টানা দুদিন। অভিযোগ, বুধবার সকালে স্থানীয়রা হোস্টেলের গেট খুলে হোস্টেলের চারজন ছাত্রকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এরপর ছাত্ররা স্থানীয়দের লক্ষ্য করে ইট ছোঁড়ে বলে অভিযোগ। এরপরই শুরু হয় ব্যাপক গন্ডগোল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পৌঁছায় রাফও। পরিস্থিতি সামাল দিতে লাঠি চালায় পুলিশ। দুজন স্থানিয়কে তুলে নিয়ে আসা হয় থানায়। যদিও এখন থমথমে রয়েছে এলাকা।
নদীয়ার কল্যাণীতে ধুম ধুমার পরিস্থিতি, ছাত্র ও স্থানীয়দের মধ্যে ব্যাপক গন্ডগোল, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

Leave a Reply