এবার থিমের চমক শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতির।

0
164

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় সারা বছরই পর্যটক প্রেমী মানুষের নজরে থাকে। শীতকালীন মরসুম হোক বা বছরের অনান্য দিন সব সময় এই পর্যটকদের ভিড় লেগেই থাকে শুশুনিয়া পাহাড় ও শুশুনিয়া পাহাড়ের নিচের শুশুনিয়া গ্রামে। এই শুশুনিয়া গ্রামেই বিগত ১১ বছর ধরে দুর্গোপুজো করে আসছে শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতি। সাবেকিআনার সাজে সজ্জিত হয় মায়ের প্রতিমা। আর সব থেকে বিশেষ আকর্ষণ বিগত কয়েক বছর ধরে এই পুজো কমিটি করে আসছে থিম পূজো। যা নজর কেড়েছে জেলাবাসীর। থিম পুজো দেখতে ভিড় জমাচ্ছেন জেলা সহ দূরদূরান্তের মানুষজন। এবছরও থিম পুজো আয়োজন করছেন তারা। পুরুষদের পাশাপাশি মহিলারাও সমানভাবে এগিয়ে এসেছেন পুজো পরিচালনার কাজে। এ বছরের থিম নজর কাড়বে এবং চমক থাকবে বলে জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা।